সড়ক ও জনপথ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ➖ সড়ক ও জনপথ অধিদপ্তরের জন্য শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষ্যে পুরুষ-মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
RHD Job Circular 2021
সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগে আবেদন করা যাবে ০৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত। সম্পূর্ণ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত নিম্নে দেওয়া হলো। সরকারি-বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের টেক বাংলা আইটি সাইট ভিজিট করুন।
সড়ক ও জনপথ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
- পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদ সংখ্যাঃ ০২ টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে কমপক্ষে ০৬ মাসের মৌলিক প্রশিক্ষণ।
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০ টাকা।
- আবেদন নিয়মঃ প্রকল্প পরিচালক (সওজ), জিডিএসইউটিপি (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট),উত্তরা, ঢাকা-১২৩০
- আবেদন শেষ সময়ঃ আবেদন চলবে ০৭ জুলাই, ২০২১ সময় পর্যন্ত।
Online Apply
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন
rhd job
অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী।
এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
rhd.teletelk.com.bd
SMS প্রেরণ ও পরীক্ষার ফি প্রদান
পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জ সহ) এবং ৪ ও ৫ নং পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জ সহ) প্রদান করতে হবে।
১ম এসএমএস
- RHD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
- উদাহরণঃ RHD ABCDEF and Send 16222
২য় এসএমএস
- RHD<space>YES<space>Pin Number লিখে Send করতে হবে 16222 নম্বরে।
- উদাহরণঃ RHD YES 12345678 and Send 16222
সড়ক ও জনপথ অধিদপ্তরের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কিত নোটিশ এই সাইটে এবং প্রার্থীর মোবাইলে জানানো হবে। তারপর এই ওয়েবসাইট হতে অনলাইনে সংগ্রহ করতে হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর মৌখিক পরীক্ষাতে যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে
সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র এবং সকল ধরণের প্রশিক্ষণের সনদ। এছাড়াও অনলাইন আবেদন পত্র দাখিল করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্ব-স্ব কোঠার কাগজপত্রাদি দাখিল করতে হবে।