সকল বীমা কোম্পানির তালিকা | বাংলাদেশের বীমা কোম্পানির নাম

হাসিবুর
By -

সকল বীমা কোম্পানির তালিকা | বাংলাদেশের বীমা কোম্পানির নাম — বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বীমা কোম্পানি আইনের অধীনে বাংলাদেশে পথচলা শুরু করে। সর্বপ্রথম, বাংলাদেশে শুধুমাত্র ৩টি বীমা কোম্পানি তাদের পথচলা শুরু করে এবং সারা বাংলাদেশে তাদের সেবা প্রদান করে আসছিলো। কিন্তু বর্তমান সময়ে সেটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বীমা কোম্পানি হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা ক্লায়েন্টদের এই ধরনের সেবা প্রদান করে। 

তাদের মধ্যে জীবন বীমা ক্লায়েন্টদের জন্যে সর্বোত্তম ও এই আর্থিক সংস্থা আমাদের স্থানীয় জনগণকে তাদের আর্থিক সংকটের জন্যে ক্রমাগত সহায়তা করে থাকে। বাংলাদেশ সরকার তাদের নাগরিকেরদের জন্য ২টি বীমা সংস্থাকেও অবদান রাখে। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি অব বাংলাদেশ (আইডিআরএ) এর অধীনে সব সময় নিয়ম কানুন দিন দিন উন্নয়নের চেষ্টা করছে।

সকল বীমা কোম্পানির তালিকা

বাংলাদেশের বীমা কোম্পানির নাম

বাংলাদেশে বর্তমানে অনেকগুলো বীমা কোম্পানি আছে। আজকের এই আর্টিকেলে আমরা সেসকলের মধ্যে থেকে আলোচনা করছি বাংলাদেশের সেরা ১০টি বীমা কোম্পানি যা আপনাকে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তিগত দুর্ঘটনা, বাড়ি-গাড়ী, ভ্রমণ, জীবন, স্বাস্থ্য ওঁ অটো বীমা সংক্রান্ত পরিষেবা গুলোতে সাহায্য করবে। আপনাদের সুবিধার্থে নিম্নে বাংলাদেশের সেরা ১০টি বীমা কোম্পানির নাম উল্লেখ করা হয়েছেঃ

১। মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

বর্তমানে মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হত মেটলাইফ সেটার পূর্বে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নামেও কিন্ত পরিচিত ছিলো। এটি হচ্ছে আমাদের দেশে অতি প্রাচীন বীমা কোম্পানি। এই বীমা কোম্পানিটির যার পথচলা শুরু হয় ১৯৫২ সালে বাংলাদেশে। বাংলাদেশের জনসাধারণের প্রয়োজনে এই বীমা কোম্পানিটি অর্থাৎ মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমেরিকা থেকে আমাদের দেশে আসছে। ১৯৫২ সাল থেকে শুরু করে তারা আজ পর্যন্ত সফলতার সাথে জনসাধারণের চাহিদা পূরণ করে। এই কোম্পানিটি ১ মিলিয়ন বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ করেও দিতেও সহায়তা করছে। সম্প্রতি মেটলাইফ সুপারব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২০-২০২১ লাভ করছে।

২। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০০০ সালে বাংলাদেশ বীমা আইনের অধীনে প্রতিষ্ঠিত হয় ঢাকার মতিঝিলে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি বাংলাদেশের জনগনের আস্থা লাভ করছে বেশ কিছু স্কিম কিংবা আরো সরাসরি সেবা প্রদান করে। বর্তমানে আমাদের দেশে এই পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে হাজার হাজার এজেন্ট কাজ করছে।

৩। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

বাংলাদেশের বেসরকারি বীমা কোম্পানিগুলি বাংলাদেশ সরকারের অনুমতি পেতে ১৯৮৪ সালে যাত্রা শুরু করে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মতিঝিলে, উত্তরা ব্যাংক ভবনে অবস্থিত ছিল। এই বীমা কোম্পানির মিশন পশ্চিমা দেশের মত উচ্চমানের বীমা সেবা প্রদান করা।

৪। পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি

পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি মূলত জীবনভিত্তিক বীমার ওপরে তাদের স্কিম প্রদান করে থাকে। এই বীমা কোম্পানিটি রূপালী বীমা ভবন ঢাকা, বাংলাদেশে অবস্থিত। আপনারা এখানে পছন্দের হিসাবে স্কিমগুলি নির্বাচন করতে পারেন যেগুলো আপনি উচ্চ কিংবা সর্বনিম্ন রিটার্ন পেতে পারেন। এই বীমা কোম্পানিটি জনসাধারণের জন্যে সকল ধরনের সার্ভিস প্রদান করে আসছে।

৫। প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

কোম্পানি তার আর্থিক সেবা প্রদান করে একটি জীবনহীন ভিত্তিতে। এই জন্য; এটাকে বলা হয় নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যা তাদের স্কিম যেমন মেশিন ইন্সুরেন্স, দুর্ঘটনা বীমা, হোম ইন্স্যুরেন্স, এবং ফ্যাক্টরি ভিত্তিক বীমা এবং অন্যান্য জমা দিয়েছে। তারা সফলভাবে তাদের বীমা যাত্রা চালাচ্ছে এবং সে সম্পর্কে তাদের সেরা পারফরম্যান্স প্রমাণ করেছে।

৬। জীবন বীমা কর্পোরেশন

জীবন বীমা কর্পোরেশন হচ্ছে বাংলাদেশের একটি সরকারী অর্থায়নে পরিচালিত ও রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি যা ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশে সুরমা ও রূপসা জীবন বীমা কর্পোরেশনকে একত্রিত করে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করে। এই বীমা কোম্পানটিরর নাম আসছে বাংলা ভাষা থেকে।

৭। সন্ধানি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

1990 সাল থেকে সন্ধানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান জীবন বীমা কোম্পানি। এই কোম্পানিটি বাংলাদেশের সকল এলাকাতে তাদের সার্ভিস প্রদান করে আসছে এবং সমাজে আর্থিক পরিবর্তন বৃদ্ধি করছে। কোম্পানিটির অনেক মাইক্রোইনস্যুরেন্স সেগমেন্ট আছে যা আরো পরিষেবা প্রদান করে ও সমাজে দীর্ঘ পরিবর্তন সৃষ্টি করে।

৮। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

এই বীমা কোম্পানিটির যাত্রা শুরু হয মানুষও জাতির উন্নতির জন্যে। এটি ১৯৯৬ সালে ঢাকার মতিঝিলে প্রতিষ্ঠিত হয়ে। কোম্পানিটি সর্বদা নিখুঁত ও সঠিক মূল্যে তাদের পরিষেবা প্রদানের চেষ্টা করে। তারা অল্প সময়ের মাঝে মানুষের কাছ থেকে সুনাম লাভ করছে।

৯। তাকফুল ইসলামী ইন্স্যুরেন্স লি

যদি আপনি ইসলামী শরিয়া মোতাবেক বীমা সুবিধা পেতে চান, তবে আর্থিক সেবা পাওয়ার জন্যে এই বীমা কোম্পানিটি আপনার জন্য সেরা বীমা কোম্পানি হবে। তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ইসলামী স্কিমগুলোতে অনাবাদী ও জীবন উভয় ক্ষেত্রেই একটি অনন্য প্রকৃতির সঙ্গে তার সার্ভিস প্রদান করে আসছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম। সুতরাং, এই তাকাফুল ইসলামী বীমা কোম্পানি থেকে মুসলমানদের জন্যে এতগুলো প্রকল্প চালু করেছে। তারা মানুষের জন্যে সকল ধরনের সেবা প্রদান করে থাকে। এজন্যই তারা খুবই সহজেই মানুষের কাছ থেকে অনেক ভালবাসা অর্জন করেছে।

১০। সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

এই বীমা কোম্পানিটি 2000 সালে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্র ও গ্রাহক সুরক্ষা এবং অন্যান্যদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশে শীর্ষ বীমা কোম্পানির তালিকায় অবস্থান করে। বীমা কোম্পানিটি মূলত সমাজের ক্ষুদ্রতম পরিবারগুলোতে মনোনিবেশ করে।

সকল বীমা কোম্পানির তালিকা

  • Sonali Life Insurance Co. Ltd.
    1. National Life Insurance Company Ltd.
    2. Delta Life Insurance Company Ltd.
    3. Meghna Life Insurance Company Ltd.
    4. Pragati Life Insurance Ltd.
    5. Padma Islami Life Insurance Company Ltd.
    6. Popular Life Insurance Company Ltd.
    7. Guardian Life Insurance Ltd.
    8. Progressive Life Insurance Company Ltd.
    9. Sandhani Life Insurance Company Ltd.
    10. Standard Insurance Ltd.
    11. Islami Insurance Bangladesh Ltd.
    12. Global Insurance Ltd.
    13. United Insurance Company Ltd.
    14. Provati Insurance Company Ltd.
    15. Pragati Insurance Ltd.
    16. Green Delta Insurance Co. Ltd.
    17. Express Insurance Ltd.
    18. South Asia Insurance Company Ltd.
    19. Bangladesh General Insurance Co. Ltd.
    20. Eastland Insurance Company Ltd.
    21. Mercantile Insurance Company Ltd.
    22. Republic Insurance Company Ltd.
    23. Purabi Gen Insurance Company Ltd.
    24. Rupali Insurance Company Ltd.
    25. City General Insurance Company Ltd.
    26. Bangladesh National Insurance Co.Ltd.
    27. Paramount Insurance Company Ltd.
    28. Karnaphuli Insurance Company Ltd.
    29. Crystal Insurance Company Ltd. 
    30. Sena Kalyan Insurance Company Ltd.
    31. Desh Gen. Insurance Company Ltd.
    32. Agrani Insurance Company Ltd.
    33. Asia Insurance Ltd.
    34. Sikder Insurance Company Ltd
    35. Union Insurance Company Ltd.
    36. Takaful Islami Insurance Ltd.
    37. Prime Insurance Company Ltd.
    38. Pioneer Insurance Company Ltd.
    39. Dhaka Insurance Ltd.
    40. Phonix Insurance Company Ltd.
    41. Reliance Insurance Limited
    42. Janata Insurance Company Ltd.
    43. Northern Gen.Insurance Company Ltd.
    44. Nitol Insurance Company Ltd.
    45. Sonar Bangla Insurance Company Ltd.
    46. Chartered Life Insurance Company Ltd.
    47. Trust Islami Life Insurance Co. Ltd.
    48. NRB Global Life Insurance Company Ltd.
    49. Zenith Islami Life Insurance Ltd.
    50. Homeland Life Insurance Company Ltd.
    51. Best Life Insurance Company Ltd.
    52. Golden Life Insurance Ltd.
    53. Rupali Life Insurance Company Ltd.
    54. Alpha Islami Life Insurance Ltd.
    55. Continental Insurance Ltd.
    56. Continental Insurance Ltd.
    57. Sonali Life Insurance Company Ltd.Eastern Insurance Company Ltd.
    58. Asia Pacific Gen Insurance Co. Ltd.
    59. Bangladesh Co-operatives Ins. Ltd.
    60. Meghna Insurance Company Ltd.
    61. Federal Insurance Company Ltd.
    62. Central Insurance Company Ltd.
    63. Peoples Insurance Company Ltd.
    64. Islami Commercial Insurance Co. Ltd.
    65. Protective Islami Life Insurance Co. Ltd.
    66. Sawdesh Life Insurance Co. Ltd.
    67. Jamuna Life Insurance Ltd.
    68. Sonali Life Insurance Co. Ltd.
    69. NRB Islamic Life Insurance Ltd.
    70. Astha Life Insurance company Limited (a concern of Bangladesh Army welfare Trust)
    71. MetLife Bangladesh (American Life Insurance Company Ltd)
    72. Life Insurance Corporation (LIC) of Bangladesh Ltd.
    73. Fareast Islami Life Insurance Company Limited
    74. Diamond Life Insurance Co. Ltd.
    75. Sunlife Insurance Company Ltd.
    76. Sunflower Life Insurance Company Ltd.
    77. Mercantile Islami Life Insurance Ltd.
    78. Prime Islami Life Insurance Company Ltd.