কীভাবে চিনবেন ভালো তরমুজ | ভালো তরমুজ কীভাবে চিনবেন

হাসিবুর
By -

বর্তমান সময়ে তরমুজ উঠে গেছে বাজারে। এত এত বেশি পরিমান তরমুজ থেকে সব চেয়ে সেরা তরমুজটি বেছে নেওয়া বেশ মুশকিল বিষয়ই বটে তাই না! তো আপনি লাল রসালো মিষ্টি ও লাল তরমুজ কীভাবে চিনবেন তা আমাদের আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন সেটা।

  • তরমুজের সাইজ ছোট কিংবা বড় হোক, আকার অনুযায়ী তরমুজের সাইজটি বেশ ভারি হওয়া চাই। ভারি হওয়া মানে তরমুজটি রসে টইটম্বুর সেই ফলটি।
  • তরমুজের একটা অংশ মাটির সংস্পর্শে থাকে। সেই টি অংশ যদি গাঢ় হলুদ হয়ে থাকে, তাহলে বুঝবেন তরমুজটি পাকা।

  • খুব বেশি বড় বা অতিরিক্ত ছোট নয়, মাঝারি সাইজের তরমুজ কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম
  • তরমুজের বোঁটাটি শুকনাে হলে বুঝবেন তরমুজটি পাকা। আরযদি বোঁটা তাজা ও সবুজ হয়ে থাকে তাহলে বুঝবেন তরমুজটি পাকার আগেই জমি থেকে তুলে আনা হয়েছে

  • খানিক টা লম্বাটে আকারের তরমুজ বেশ মিষ্টি এবং রসালো হয়ে থাকে। গোলাকার সাইজের তরমুজ মিষ্টি বেশি হয় থাকে

  • তরমুজ কিনার সময় টোকা দিয়ে দেখুন যে তরমুজে কেমন শব্দ হয়। জদি ভারি শব্দ হয় তাহলে বুঝবেন রসালো তরমুজটিই আপনি বেছে নিয়েছেন। আর যদি তরমুজে টোকা দেয়ার ফলে ফাঁপা ধরনের শব্দ হয় তাহলে বুঝবেন এটি রসহীন।